হরিশ্চন্দ্রপুর

লোকসভা ভোটের আগে সিপিএমে ভাঙন

 

আবারও ভাঙন লালদুর্গে। লোকসভা ভোটের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের তালসুর গ্রামের প্রাক্তন সিপিআইএম মেম্বার সহ প্রায় কয়েক শ সিপিএম কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার দিন বিকেলে রাজ্যের মন্ত্রী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান তৃণমূল শিবিরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতেই নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন বলে জানান মন্ত্রী তজমূল হোসেন।

 

    অন্যদিকে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস দাবী করেন, এদিন বাম কর্মীদের কেউ যোগদান করেনি তৃণমূলে। যোগদানকারীরা তৃণমূলেরই সমর্থক, লোকসভা ভোটের আগে হাওয়া গরম করতে তৃণমূলের এই প্রচার বলে কটাক্ষ করেন তিনি।

 

    ভোটের আগে রঙ বদলানোর খেলা নতুন কিছু নয়। তবে লোকসভা ভোটের মুখে বাম কর্মীদের তৃণমূল শিবিরে যোগ দেওয়াতে উত্তর মালদায় বামফ্রন্টের চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে কংগ্রেস বলে মনে করছে ওয়াকিবহাল মহল।